স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজ উদ্দীন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে জ্ঞানার্জনের লক্ষ্যে আধুনিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পাঁচ হাজার বই নিয়ে চালু হয় এই লাইব্রেরীটি। এই লাইব্রেরীর উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা।
আধুনিক এই লাইব্রেরিতে রয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নামে একটি কর্নার যেখানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ের বইগুলো রয়েছে যেগুলো পড়ে কোমলমতি শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানতে পারবে। শিশু শিক্ষার্থীদের কথা চিন্তা করে লাইব্রেরির একাংশে শিশুদের ব্যবহার উপযোগী চেয়ার টেবিল রাখা হয়েছে।
এ সময় আলোচনা সভায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামানের সভাপতিত্বে অন্যন্য মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ,আব্দুল হাই তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশের এএসপি (হেডকোয়াটার্স) রাজিব আহম্মেদ, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গগুলী, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর ও লাইব্রেরীর নকশাবিদ বিপ্লব বড়ুয়া প্রমুখ।
আধুনিক এই লাইব্রেরী প্রতিষ্ঠা হওয়ায় প্রতিষ্ঠানটির দেড় হাজার শিক্ষার্থী বই পড়ে জ্ঞানার্জন করতে পারবে
Be the first to comment on "মুন্সীগঞ্জে আধুনিক লাইব্রেরী উদ্বোধন"