রানা মাসুদ : মুন্সীগঞ্জে সদর উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ( অনুর্ধ্ব ১৭) ফাইনালে উঠেছে মিরকাদিম একাদশ ও রামপাল একাদশ। রবিবার বিকালে রিকাবী বাজার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে সেমিমি ফাইনালে প্রথম পর্বে বাংলা বাজার একাদশকে ৫-০ গোলে হারিয়ে বিজয়ী হয় মিরকাদিম একাদশ। দ্বিতীয় পর্বে পঞ্চসার একাদশকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে রামপাল একাদশ।
এ সময় উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ,বাংলা বাজার ইউপি চেয়ারম্যান মো: সোহরাব হোসেন পীর,কাউন্সিলর আ: মজিদ, মুন্সীগঞ্জ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর নার্গিস আক্তার, কিডস ওয়ার্ল্ডের সভাপতি ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, রিকাবী বাজার গ্রীণ ফেয়ার ওয়েল সেন্টারের সাধারন সম্পাদক মনিরুজ্জামান শরীফ, আর্কাইভ একাত্তর মুন্সীগঞ্জের সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান রিপন, জেলা নিরাপদ চাই কমিটির সভাপতি মাসুদ ফকরী খোকন, রামপাল ইউপি প্যানেল চেয়ারম্যান মো: আলী আজগর বেপারী, মো: ইব্রাহিম হোসেন, সংগঠক মো: আমান মোল্লা, সাংবাদিক ও লেখক মাহবুব আলম জয়, রানা মাসুদ ও রনি খান চিতা প্রমূখ। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামি মঙ্গলবার জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।
খেলার একাংশ
Be the first to comment on "মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে ফাইনালে উঠল মিরকাদিম ও রামপাল"