স্টাফ রিপোর্টার : রামপালে অভিযাত্রিক সংগঠনের আয়োজনে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। শনিবার বিকালে রামপাল হাইস্কুলে সংগঠনটি হতে প্রণোদনা প্রাপ্ত শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নের লক্ষ্যে এই মতবিনিময় হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইসলাম হাওলাদার। অভিযাত্রিক সভাপতি প্রভাষক মেহেদী হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক মাহবুব আলম জয়, অভিযাত্রিক সংগঠনের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম,
সহ-সাধারণ সম্পাদক মো: -নুরে আলম কমল,দপ্তর সম্পাদক মো: আরিফুজ্জামান পায়েল,সাংগঠনিক সম্পাদক মো: আনিছুর রহমান, কোষাধ্যক্ষ মোঃজাকির হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য -মোঃ কাউছার হোসেন ও কার্যকরী সদস্য- ডাঃ নবীন প্রমূখ।
মতবিনিময় সভায় রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয়, বছিরননেছা উচ্চ বিদ্যালয়, সুখবাসপুর শ্যামনলিনী উচ্চ বিদ্যালয় ও ব্জ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৪০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন যাদের পড়াশোনা চালিয়ে নেবার জন্য অভিযাত্রিক দীর্ঘমেয়াদি আর্থিক সাহায্য করে আসছে।
“আমরা মানবতার বন্ধু” স্লোগান কে ধারণ করে ২০১৫ সালে যাত্রা শুরু করে অরাজনৈতিক সামাজিক সংগঠন “অভিযাত্রিক “।
Be the first to comment on "রামপালে অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময়"