শিরোনাম

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ: বিজয়ী রামপাল ও বাংলাবাজার

 

রানা মাসুদ : মুন্সীগঞ্জে সদর উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপে শনিবার বিকালে রিকাবী  বাজার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে প্রথম পর্বে শিলই একাদশকে ট্রাইবেকারে ১-০ গোলে  হারিয়ে বিজয়ী হয়েছে বাংলাবাজার একাদশ।দ্বিতীয় পর্বে মোল্লাকান্দি একাদশকে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় রামপাল একাদশ। এ সময়  উপস্থিত ছিলেন  মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ,বাংলা বাজার ইউপি চেয়ারম্যান মো: সোহরাব হোসেন পীর, মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, শিলই ইউপি চেয়ারম্যান মো: লিটন, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, সংগঠক মনিরুজ্জামান শরীফ, শেখ মনিরুজ্জামান রিপন, মো: ফারুক, রামপাল ইউপি প্যানেল চেয়ারম্যান মো: আলী আজগর বেপারী ও সংগঠক মো: আমান প্রমূখ।

Be the first to comment on "মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ: বিজয়ী রামপাল ও বাংলাবাজার"

Leave a comment

Your email address will not be published.


*