স্টাফ রিপোর্টার : এটিএন বাংলা কমেডি আওয়ারে মুন্সীগঞ্জের জলতরঙ্গ সাংস্কৃতিক একাডেমির পরিবেশনায় নৃত্যানুষ্ঠান হয়েছে । চলতি মাসের শেষ শুক্রবার এটিএন বাংলায় অনু্ষ্ঠানটি প্রচার হবে। অনু্ষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনায়ক আশিক চৌধুরী ও জেরিন। জলতরঙ্গের সভাপতি সাব্বির হোসাইন জাকিরের তত্ত্বাবধানে অনু্ষ্ঠানের কোরিওগ্রাফি করেন সংগঠনটির সাধারন সম্পাদক নৃত্যশিল্পী ইকবাল মাহমুদ। এতে নৃত্যে অংশ নিয়েছে ইকবাল, সাদিয়া,সাব্বির,আসিয়া, ইমন, প্রিয়া, আরমান ও রাকিব প্রমূখ।
Nice