স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে শিক্ষক সমাবেশ ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মুন্সীগঞ্জ সদর থানার আয়োজনে মুন্সীগঞ্জের শিক্ষক ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের এতে অংশ গ্রহণ করে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। পুলিশের পাশে থাকতে হবে। জঙ্গি, মাদক ও সন্ত্রাস নির্মূলে সকলের সহযোগীতা প্রয়োজন।
এ সময় মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আশফাকুজ্জামান, ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, বীরমুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, এড. শাহীন মো: আমান উল্লাহ প্রমূখ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে শিক্ষক সমাবেশ ও ওপেন হাউস"