ক্রীড়া ডেস্ক :সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে খেলা অনেকটাই নিশ্চিত করেছে বাংলাদেশ। ৮৫ মিনিট অপেক্ষার পর ডিফেন্ডার তপু বর্মণের গোলে উল্লাসে মাতলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এই জয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে হেডে পাকিস্তানের জালে বল পাঠান তপু। জার্সি খুলে বাঁধভাঙা উদযাপন করে হলুদ কার্ড দেখেন এই অভিজ্ঞ সেন্টারব্যাক।
ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লিড এনে দিয়েছিলেন তপু। আর আজ গুরুত্বপূর্ণ ম্যাচে দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। পুরো ম্যাচে বল পজিশনে আধিপত্য দেখায় জামাল ভূঁইয়ার দল। এই ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হতো পাকিস্তানের।
৪-২-৩-১ ফরমেশনে দল সাজান কোচ জেমি ডে। মিডফিল্ডার আতিকুর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পান সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। ‘এ’ গ্রুপে আজ দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নেপাল। পাকিস্তান এই ম্যাচে জয় পেলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সরাসরি চলে যাবে সেমিফাইনালে। বাংলাদেশ জয় পেলে শেষ চারের সম্ভাবনা টিকে থাকবে। সুযোগ থাকবে পাকিস্তানেরও। সেক্ষেত্রে সবকিছুই চূড়ান্ত হবে শনিবার। ওইদিন বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, আর পাকিস্তানকে মোকাবেলা করবে ভুটান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু পায় বাংলাদেশ। আর নেপালের বিপক্ষে ইনজুরি সময়ের গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয় পায় পাকিস্তান।
বাংলাদেশ একাদশ: শহীদুল আলম সোহেল (গোলরক্ষক); রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, টুটুল হোসেন, ওয়ালি ফয়সাল; মাঝমাঠ: জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, মাসুক মিয়া জনি; আক্রমণভাগ: মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ, সাদউদ্দিন।
Be the first to comment on "পাকিস্তানকে হারিয়ে বাঁধভাঙা উল্লাস বাংলাদেশের"