স্টাফ রিপোর্টার : সদরের রামপালের হাতিমারা পানাম মাদবর বাড়ি নিবাসী মো: আবু সাইদ মাদবের মা মোসাম্মৎ করিমুন্নেছা (৭৮)কে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার ( ৩ সেপ্টেম্বর) বিকালে তিনি বজ্রযোগিনী নাহাপাড়া গ্রামে ভাইয়ের বাড়িতে যান। সেখানে বাড়িতে কাউকে না পেয়ে মেয়ের বাড়ি বজ্রযোগিনী সুয়াপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করার পর তাকে পাওয়া যায়নী। তিনি তার নাম ঠিকানা স্পষ্টভাবে বলতে পারেন। বজ্রযোগিনী বাজারের স্থানীয়দের সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যার পূর্বে তাকে ধামদ্ ক্লাব এলাকায় দেখা গেছে।
এই বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ সদর থানায় জিডি করার প্রস্তুতি চলছে। যদি কোন ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিন্ম নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো 01911777192/ 01927707728
Be the first to comment on "হারানো বিজ্ঞপ্তি।। করিমুন্নেছাকে খুঁজে পাওয়া যাচ্ছে না"