শিরোনাম

মুন্সীগঞ্জের সালাউদ্দিন শাকিল হতে পারেন দেশের ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র

 

মাহবুব আলম জয়: মুন্সীগঞ্জের এক তরুণ প্রতিভাবান ক্রিকেটারের নাম সালাউদ্দিন শাকিল। ক্রিকেট অঙ্গণে  ইতিমধ্যেই নিজেকে জানান দিয়েছেন প্রথম সারির এই খেলোয়ার। ২০১৮ সালে ঢাকা লীগে প্রাইম দোলেশ্বর ক্লাবের হয়ে অভিষেক ঘটান তিনি। ৫ ম্যাচে, ৬ উইকেট নিয়ে আলোচন উঠেন শাকিল। এর আগে ২০১৫ সালে তিনি ঢাকালীগে খেলেন।

 

জানা যায় প্রবাসে   কঠোর পরিশ্রমের করে  দেশে ফিরে মনেপ্রাণে  ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর হয় শাকিল। আর আল্লাহর বিশেষ সহযোগিতায় সফলতার দিকে এগোতে থাকেন মুন্সীগঞ্জের এই সন্তান। সে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়াসংস্থার হয়ে খেলেও মুন্সীগঞ্জ টিমে এগিয়ে দেয় ।

এদিকে ক্রিকেটের অন্যতম আসর বিসিএলে শাকিলের অভিষেক, কসেন্ট্রাল জোনের হয়ে সাউথ জোনের সাথে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে আলোচনায় উঠে এসেছেন এই তরুণ ক্রিকেটার।

জীবন যুদ্ধে অপরাজেয়  সালাউদ্দিন শাকিলের ভাগ্যই হয়তো প্রবাস থেকে তাকে ক্রিকেটে হাতছানি দিয়েছে। সে  এখন খেলছেন প্রথম শ্রেণির ক্রিকেট। তৃতীয় বিভাগ থেকে শুরু কোরে, পারফরম্যান্স দিয়েই এগিয়ে পরিশ্রমি এই পেসার।

সভ্যতার আলোকে শাকিল বলেন,  আল্লাহ কৃপায় আমার লক্ষ্য এখন আসন্ন বিপিএলে জায়গা করে নেওয়া।সুযোগ পেলে আমি ভাল কিছু করবো বলে আশাবাদী। আমার চিন্তা চেতনা ক্রিকেট নিয়ে।

সালাউদ্দিন শাকিল দেশের ক্রিকেট অঙ্গণে উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়াবেন বলে প্রত্যাশা করছেন মুন্সীগঞ্জের ক্রীড়াপ্রেমিরা।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জের সালাউদ্দিন শাকিল হতে পারেন দেশের ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র"

Leave a comment

Your email address will not be published.


*