স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনে শিশু চিত্রাংকন উৎসব ও পুরষ্কার হয়েছে। এতে শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি সভাকক্ষে বিজয়ী ও চিত্রাংকন উৎসবে অংশগ্রহণকারীদের হাতে পুরুষ্কার তুলে দেন অনু্ষ্ঠানের প্রধান অতিথি দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
এ সময় কালের কন্ঠ শুভ সংঘের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি জেবুন নাহার বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাম্পালতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাইজু বেগম, সাংবাদিক জসিম উদ্দীন আহেমদ, চিত্রশিল্পী মো: আহাদ উদ্দিন, মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নৃপেন্দ্র মন্ডল, বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরিয়ান ত্রিদীপ অধকারী, নৃত্যশিল্পী সো: নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয় ও শুভ সংঘের সাধারন সম্পাদক রানা মাসুদ প্রমূখ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে শিশু চিত্রাংকন উৎসব।। পুরষ্কার বিতরণ"