তাইজুল ইসলাম উজ্জ্বল : শ্রীনগরের ভাগ্যকুলে নারী স্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ কর্মসূচি পালিত হয়েছে।শান্তির চেষ্টা,ঐতিহ্য সংস্কৃতি বিকাশ মঞ্চ,শহীদ জনক শামসুল হক স্মৃতি সংসদ,পাবলিক হেলথ ফাউন্ডেশন,মেরী ষ্টোপস ক্লিনিক এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উঃ কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক নারীর মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
নারী স্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিক হেলথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোজাহেরুল হক,পাবলিকহেলথ ফাউন্ডেশন এর সি.ই.ও ডাঃ সমির শাহা,শান্তির চেষ্টার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সালাউদ্দিন,শান্তির চেষ্টার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাসেল আহাম্মেদ, শান্তির চেষ্টা সংগঠনের দাতা সদস্য ইলিয়াস খান,মোঃ শাহিন,নাদিম,রাশেদ, আবুবক্কর,রনি,ফয়সাল,ইভা ইয়াসমিন,অনিক,প্রিন্স,সেজান প্রমুখ।
Be the first to comment on "ভাগ্যকুলে নারী স্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ কর্মসূচি পালিত"