অবশেষে শঙ্কার মেঘ সরে গেল। মিলন স্বস্তির খবর। সাকিব আল হাসান খেলছেন এশিয়া কাপে। বৃহস্পতিবার তাকে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ টুর্নামেন্টের পরই আঙুলের অস্ত্রোপচার করাবেন এই অলরাউন্ডার।
সৌদি আরব থেকে বুধবারই দেশে ফিরেন সাকিব। এরপরই বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার দুপুর গড়াতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ঘোষনা করে চূড়ান্ত দল। সেখানে নির্বাচকরা দেন সুখবর। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যাচ্ছেন সাকিব।
এরআগে চলতি বছরের শুরুর দিকে ঘরের মাঠে তিনজাতি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট তাকে পাঠিয়ে দেয় মাঠের বাইরে। চিকিৎসা শেষে ফিরলেও পুরোপুরি এখনো সুস্থ হতে পারেননি তিনি। তাই এ অলরাউন্ডার চেয়েছিলেন যত দ্রুত সম্ভব হাতের অস্ত্রোপচার করাতে। কিন্তু বিসিবি খুব করেই চাইছিল এশিয়া কাপের পর এ বাঁহাতি বসুক ছুরি কাঁচির নিচে। শেষ পর্যন্ত দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির চাওয়া পূরণে রাজী হয়েছেন তিনি।
এশিয়া কাপের দলে নেই সাব্বির রহমান। অফফর্ম আর মাঠের বাইরের কাণ্ডের জন্য জায়গা হারিয়েছেন তিনি। এছাড়া সৌম্য সরকার ও এনামুল হক বিজয়কে দলে রাখেনননি নির্বাচকরা। তবে ঘরোয়া ক্রিকেট আর গেল ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ মিথুন। লম্বা সময় পর আবার জাতীয় দলে সুযোগ পেলেন এ ডানহাতি ব্যাটসম্যান।
১৫ সেপ্টেম্বর আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। ৬ জাতির এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এশিয়া কাপের বাংলাদেশ দল :
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।
আলোকিত মুন্সীগঞ্জ/ ডেস্ক রিপোর্ট
Be the first to comment on "সাকিবকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা"