মুন্সীগঞ্জ প্রতিনিধি : নৃশংসভাবে পাবনায় সাংবাদিক নদী হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা সর্বস্থরের সকল সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে জেলায় কর্মরত অর্ধশতাধিক সংবাদ কর্মীর অংশ গ্রহনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এ সময় আনন্দ টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি শুভ ঘোষের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন সভ্যতার আলোর সম্পাদক সিনিয়র সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভবোতোষ চৌধুরী নূপুর, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন সুমন, সাংবাদিক মাসুদ রানা, আনমনা আনোয়ার, মামুনুর রশিদ খোকা, আল মামুন, রাজিবুল হাসান জুয়েল, নাদিম মাহমুদ, রাজিব বাবু ও সাজ্জাদ হোসেন প্রমূখ।
এ সময় তারা বলেন সকল কলম সৈনিক এক হওয়া দরকার। সাংবাদিক হত্যা,নির্যাতন,হামলা, মামলা করতে হবে। সাংবাদিক হত্যায় জড়িত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু পাবনার সাংবাদিক নদী হত্যার সাথে সাথে সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোব সমাবেশে সাংবাদিকগণ এর সুষ্ঠু তদন্ত চেয়ে দ্রুত বিচার দাবি করেন।
Be the first to comment on "মুন্সীগঞ্জে সাংবাদিক নদী হত্যার প্রতিবাদে মানববন্ধন"