স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে স্মরণ সভা হয়েছে। বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ আয়োজিত এই স্মরণ সভায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সাবেক সচিব এম. ইদ্রিস আলী।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেয় মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ মহকুমা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ পিন্টু, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: সামসুল কবীর মাস্টার, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সো: সাইদুর রহমান
, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জিএম মনছুর উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল মৃধা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এড. জামিল সিদ্দিকী বাপ্পি, সদর থানা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, শহর ছাত্রলীগের সভাপতি মো: নোবেল, হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম, ছাত্রলীগ নেতা মো: সম্রাট প্রমূখ। এ সময় আলোচনার পূর্বে ১৫ আগষ্ট বাঙালী জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সদস্য ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি সম্মান জানিয়ে নিরবতা পালন করা হয়। স্মরণ সভায় বঙ্গবন্ধুর জীবন সম্পর্কিত তথ্য তুলে ধরেন বক্তারা।
Be the first to comment on "মুন্সীগঞ্জে শোক দিবসের স্মরণ সভা"