শিরোনাম

বাল্যবিবাহ বিরোধী নাটক জয়তি সম্প্রচার হবে বিক্রমপুর ডিজিটাল ক্যাবল লাইনে

 

চেতনায় একাত্তর নির্মিত বাল্যবিবাহ বিরোধী নাটক জয়তি বিক্রমপুর ডিজিটাল-০২ ক্যাবল লাইনের মাধ্যমে আগামী ০১ ও ০২ সেপ্টম্বব ২০১৮, রাত ০৯ টায় দেখানো হবে। ইউটিউবে কামাল আহাম্মেদ ও চেতনায় একাত্তর (ইংরাজী) সার্চ করলে আগামী সোমবার থেকে নাটকটি দেখা যাবে। বীরমুক্তিযোদ্ধা কামালউদ্দিন আহাম্মেদ রচিত ও জাকির ছিদ্দিকী পরিচালিত ৪৫ মিনিটের নাটকটিতে বাল্যবিবাহের কুফল ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিহত করার বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে নাটকের রচয়ীতা কামাল আহাম্মেদ জানান।

 

সংগঠনের নিজস্ব শিল্পীরা এই নাটকে অভিনয় করছে,যাদের অনেকে নতুন, তাই ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিবেচনা করলে, আগামীতে এই নতুন শিল্পীদের দ্বারা ভালো কিছু আসা করা যেতে পারে, তিনি আরো বলেন মাদক ও সন্ত্রাস বিরোধী নাটক ‘ফিরে আয় খোকা’ এর নির্মান কাজ অচিরেই শুরু হবে, ইতিমধ্যে পান্ডুলিপি তৈরীর কাজ শেষ করা হয়েছে, শিল্পী নির্বাচন কাজ চলছে। জয়তি নাটকটি নির্মানের বিষয় মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন ,মিরকাদিম পৌরসভা মেয়র শহিদুল ইসলাম শাহীন, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাছিরউদ্দিন উজ্জল, মুন্সীগঞ্জ২৪ ডট কম এর এডমিন তৈয়ব আহমেদ শেখ সহ অনেকেই সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করে চেতনায় একাত্তর সম্পাদক সকলকে নাটকটি উপভোগ করার আহবান জানান।

ডেস্ক রিপোর্ট/ আলোকিত মুন্সীগঞ্জ

 

 

Be the first to comment on "বাল্যবিবাহ বিরোধী নাটক জয়তি সম্প্রচার হবে বিক্রমপুর ডিজিটাল ক্যাবল লাইনে"

Leave a comment

Your email address will not be published.


*