শিরোনাম

শ্রীনগরে অনাথ শিশুদের সাথে ঈদ!

 

স্টাফ রিপোর্টার ॥ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বালাসুরে সরকারি শিশু পরিবারে বসবাসরত অনাথ শিশুদের সাথে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করেছেন পুলিশ সুপার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ পুনাক সভানেত্রী এবং পুলিশ হেড কোয়াটারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার জেসমিন কেকা পিপিএমএম।

 

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বৃহস্পতিবার দুপুরে শিশু পরিবারে এসেই প্রথমে ফুল দিয়ে শিশুদের অভ্যর্থনা জানান। এসময় পুলিশ সুপার অনাথ বালকদের সার্বিক খোঁজখবর নেন। শিশুদের প্রয়োজনীয় বিভিন্ন চাহিদা নোট করেন। পরে পুলিশ সুপার এই শিশুদের সাথে নিয়ে একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করেন। আগেই সেখানে শিশুদের জন্য পছন্দের উন্নত মানের খাবারের ব্যবস্থা করেন পুলিশ সুপার। এই সময় মায়ের মমতায় শিশুদের আদর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার পত্নী জেসমিন কেকা পিপিএম।

এসময় আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা, জেলা কমিউনিটি পুলিশের সদস্য বীর মুক্তিযোদ্ধা (বৃক্ষপ্রেমিক) আমির হোসেন  মুন্সী, শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন এবং শিশু পরিবারটির সহকারি শিক্ষক বাসন্তী দেওয়ান প্রমুখ। ঈদের পরে দিন শিশুদের বিশেষ এক আনন্দের সময় কাটে। শিশুরা যেন আনন্দে আত্মহারা।

 

–সভ্যতার আলো

 

Be the first to comment on "শ্রীনগরে অনাথ শিশুদের সাথে ঈদ!"

Leave a comment

Your email address will not be published.


*