কবি হতে পারতুম যদি,
কবিতা রচিতাম তোমার তরে।
অগ্নি বীনায় সুর তুলে নিতুম,
কাল বৈশাখী ঝড়ে পরে।
হাঁটতুম তবে দাবানল বনে,
অভাগার ভাগ্যে সৌভাগ্য ক্ষনে।
আপনারে টানতুম বাসর ঘরে,
গহিন মনের আমাজান বনে।
কবি হতুম কেবল তোমার লাগি,
জোৎস্নার চাঁদ এনে পুরো ভাগই।
গতরে মাখিতুম, আপাত মস্তক ভরে।
হুররা পালাতো রূপ গুন ডরে,
তোমার সাজন, কারো নাহি বোঝন-
মাতাল লগ্ন ধরে।
স্রোত ধারার উতাল পদ্মার,
মাতলামুতে ভেঙ্গে ভেঙ্গে পরে।
আমি যদি কবি হতুম,
সাগর সেঁচে মুক্তা নিতুম,
তারার থালে ভালোবাসার আহারে।
আরো কাছে পেতুম।
তব ভাবি, হলেম যদি কবি,
গগন আনিতুম টানি।
সেথা উড়ে, দুজন বারে বারে,
বিশ্ব নিতুম জানা জানি।
Be the first to comment on "কবি হতেম যদি- জসীম উদ্দীন দেওয়ান"