শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় ইউপি যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মরণ সভা হয়েছে। শুক্রবার বিকালে এতে প্রধান শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: তোফাজ্জল হোসেন খান। এতে বিশেষে অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ কমিটির বন পরিবেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সদস্য মো: মাকসুদ আলম ডাবলু। এতে কোলাপাড়া ইউপি যুবলীগের সভাপতি মো: কুতুবউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদ হামিদুল্লা খান মুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার মুন, সহ-সভাপতি
মুরাদ শেখ, সহসভাপতি, শ্রীনগর উপজেলা যুবলীগের সদস্য জিএম খালেদ, ভাগ্যকুল ইউপি যুবলীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম লাভলু, যুবলীগ নেতা সাইদুল ইসলাম বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আমিনুল ইসলাম শেখ ড্যানিশ ও ছাত্রলীগ নেতা মো: শাওন খান প্রমূখ।
এসময় বক্তারা বঙ্গবন্ধুর জীবন সম্পর্কিত তথ্য তুলে ধরেন।
Be the first to comment on "শ্রীনগরে বঙ্গবন্ধুর স্মরণ সভা"