শিরোনাম

পূর্ব দেওসার মানব কল্যাণ পরিষদের ঈদ সামগ্রি বিতরণ

 

স্টাফ রিপোর্টার : রামপালের পূর্ব দেওসার মানব কল্যাণ পরিষদের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে  ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।মঙ্গলবার বাদ আসর পূর্ব দেওসার জামে মসজিদ প্রাঙ্গণে এই ঈদ সামগ্রি বিতরণে উপস্থিত ছিলেন মো: রশিদ ঢালী, মো: মতিউর রহমান ঢালী, মো: সোলেমান মিয়া, মো: মঈনুদ্দিন ঢালী, মো: সিরাজ ঢালী, মো: জামান হাওলাদার, মো: রহমত উল্লাহ দেওয়ান, মুফতি মাহদি হাসান সিদ্দিকী, মো: আয়ুব আলী সিকদার, মো: আতাউর রহমান ঢালী,মো: বাদশা হাওলাদার ও  মো: ফরহাদ হোসেন ঢালী প্রমূখ।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন পূর্ব দেওসার মানব কল্যাণ পরিষদের সদস্য মো: আলামিন ঢালী, মো: সুমন ঢালী, মো: আরিফ ঢালী,মো: ডেনি হাওলাদার,মাহবুব আলম জয় ও মো: শিপু প্রমূখ। স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ঈদ সামগ্রি বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে। সংগঠনটির অন্যতম সদস্য মো: আলামিন ঢালী ও মো: সুমন ঢালী বলেন, পূর্বদেওসার সমাজ বিবর্তনে সকলের সহযোগীতায় আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আমাদের কার্যক্রমে অনুপ্রেরণা যুগিয়ে সমাজের সম্মানিত যারা পাশে ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা।

 

Be the first to comment on "পূর্ব দেওসার মানব কল্যাণ পরিষদের ঈদ সামগ্রি বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*