স্টাফ রিপোর্টার॥ মুন্সীগঞ্জে ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় কালেক্টরেট ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হয়। বুধবার এই জামাতে শহরের হাজার হাজার মুসল্লী নামাজ আদায় করেন। এই জামাতে অংশ নেন সাবেক সাংসদ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ মো. মহিউদ্দিনসহ সর্বস্তরের মানুষ। এর মধ্যে জেলা প্রশাসক সায়লা ফারজানা ও পৌর মেয়র ফয়সাল বিপ্লব উপস্থিত ধর্মপ্রাণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত পেশ ইমাম মাওলানা মো. সিদ্দিকুর রহমান। প্রধান জামাতসহ শহরের নিরাপত্তা জোরদার করা হয়।
এরপর শহরের টেনিস মাঠ সংলগ্ন দক্ষিণ কোর্টগাঁও মসজিদে সকাল পৌনে টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ঈদগাঁয়ে সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
নামাজের পর কোলাকুলির মাধ্যমে ভ্রাতৃত্বকে আরও দৃঢ় করা হয়। এর পরই সর্বোচ্চ আত্মত্যাগ হিসাবে পশু কোরবানি দিয়ে মনের সকল পশুত্ব কোরবানি দেয়া হয়।
—- সভ্যতার আলো
Be the first to comment on "মুন্সীগঞ্জে ঈদ জামাতে হাজার হাজার মুসুল্লী"