শিরোনাম

মুন্সীগঞ্জে চুরির দায়ে ৩ শিশুকে পিটিয়ে জখম

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের চর মুক্তারে তেল (ডিজেল) চুরির অপরাধে ৩ শিশু সহ ৪ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। এ  আহতরা মো: সোহেল(১১) মো: তামিম(১৪) মো: ইয়ামিন (১১)মো: পলাশ ( ২৪)। তারা চারজন চরমুক্তারপুর মদিনা ওয়েল এন্টারপ্রাইজে কাজ করতো। এই ঘটনায় বিচার চেয়ে সোমবার বিকালে পঞ্চসার ইউপি চেয়ারম্যানের সাথে স্বাক্ষাত করতে আসে।

গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মো: ইসমাইল হোসেন তেল চুরির অপরাধে স্থানীয় লোকজন নিয়ে শিশু শ্রমিকদের মারধর করে। এতে ওই প্রতিষ্ঠানের শিশু শ্রমিক  সোহেলের হাত ভেঙ্গে যায়।। অন্য শিশু শ্রমিকরা গুরুতর আহত হয়।

 

শিশু শ্রমিক সোহেলের মা কাজলী বেগম জানান,  আমরা চর মুক্তারপুরে মাটি ভাড়া থাকি। আমার ছেলে  অরা অই প্রতিষ্ঠানে কাজ করতো। তেল চুরির কথা ওরা স্বীকারও করছিল তারপরও অগো মেরে জখম করা হইছে।  এখন আমি অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করতে পারতাছিনা। অইদিন আমরা পুলিশ নিয়া অগো উদ্ধার না করলে কি কপালে ছিল আল্লাহ জানে।

 

এই বিষয়ে জানতে চাইলে মদিনা অয়েল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো: ইসমাইল হোসেন বলেন, ওরা কাজ করতো এবং এখান থেকে প্রতিদিন তেল চুরি করতো। দোকানের আলাদা চাবিও বানাইছে। এলাকাবাসী চুরির ঘটনা জানতে পেরে ওদেরকে মারধর করেছে।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে চুরির দায়ে ৩ শিশুকে পিটিয়ে জখম"

Leave a comment

Your email address will not be published.


*