স্টাফ রিপোর্টার :বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের দক্ষিণপাড়া মোঃ শাহাদত হোসেনের (৫০) বাড়িতে (১২ আগষ্ট) দুপুর ১২:১৫ মিনিটের সময় বৈদ্যুতিক মিটার বিষ্ফোরণ ঘটে আগ্নিকান্ড ঘটে। সেখান থেকেই আগুন মুহুর্তের মধ্যে ঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ঘরে থাকা ধান, পিয়াজ এবং আসবাবপত্র পুড়ে যায়। এদিকে খবর পেয়ে মোঃ শাহাদত হোসেন এবং তার পরিবারের সদস্যদের সাথে বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী স্বাক্ষাত করেন। সময় উপস্থিত ছিলেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান । এই ঘটনায় তাৎক্ষণিক সাহায্য হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ বস্তা খাদ্য ও নিত্যপণ্য (প্রতি বস্তায় ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, লবণ, চিনি, গুড়া দুধ, দিয়াশলাই, মোমবাতিসহ ১০ টি খাদ্য ও নিত্যপণ্য রয়েছে) এবং ৫টি কম্বল বিতরণ করেন নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী। এ সময় তিনি বলেন ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে।
Be the first to comment on "অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বেড়া উপজেলা ইউএনও"