শিরোনাম

শ্রীনগরে মেয়ের চিকিৎসার জন্য বাবার আকুতি

 

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গানটি মনে পড়ে গেল…। শ্রীনগরে একই পরিবারের ছয় সদস্যের মধ্যে তিনজনই পঙ্গু হওয়াতে অভাবী বাবার সংসারে নেমে এসেছে ঘোর অন্ধকার। অন্য দশটি মেয়ের মতই উচ্ছল জীবন ছিল অষ্টাদশী পপি আক্তার পলি নামে মেয়েটির। হঠাৎ একদিন মাঝে মাঝে হাটা চলা করার সময় কোমরে ব্যাথা হলেও তেমন কোন পাত্তা দিত না। সেই ব্যাথা থেকে একদিন ঘুম থেকে উঠে আর হাটতে পারছিল না পলি। অভাবের সংসারে পঙ্গু দাদী ও বাবার সাথে পঙ্গু হিসাবে যোগ হলো সে নিজেও। শ্রীনগর উপজেলা পরিষদ সংলগ্ন একটি খুপরী ঘরে ভাড়া থাকে পলির পরিবার। সেখানেই প্রায় পাঁচ মাস ধরে বিছানায় পরে আছে পলি।

 

পলির পঙ্গু বাবা আয়নাল কাজী জানান, পলি সুস্থ ও স্বাভাবিক ছিল। মাঝে মধ্যেই সে বলত কোমরে ব্যাথা করে। হঠাৎ একদিন বিছানা থেকে আর উঠতে পারছে না। তাকে প্রথমে মিডফোর্ট হাসপাতালে পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান, পলির কোমরের ডিস্ক সরে যাওয়ায় সে হাটতে পারছে না। চিকিৎসার জন্য প্রায় আড়াই লাখ টাকার প্রয়োজন। ডাক্তারের কথা শুনে অসহায় পঙ্গু বাবা আয়নাল কাজী মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসেন।

 

 

আয়নাল কাজী জানান, তার স্থয়ী ঠিকানা মাদারীপুরের শিলারচর গ্রামে। সেখানে সহায় সম্পদ বলতে কিছু নেই তার। জীবিকার টানে প্রায় ১৫ বছর আগে শ্রীনগর চলে আসেন। দিনমজুরী কাজ করে সংসার চালাতেন। ১২ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তিনি নিজেই পঙ্গু হয়ে ক্রেচে ভর দিয়ে তার হাটতে হয়। কয়েক বছর ধরে ঘরে তার বৃদ্ধ মা পঙ্গু হয়ে বিছানায় পরে আছে। তার উপর বিয়ের বয়সী মেয়ের এই অবস্থায় কি করবেন তা ভেবে পাচ্ছেন না। স্ত্রী অন্যের বাসায় কাজ করে। অভাবের তাড়নায় ছোট দুই ছেলের লেখাপড়া বাদ দিয়ে কাজে দিয়েছেন। নিজে আগে ভিক্ষা করে সংসার চালাতেন।

 

কিন্তু মেয়ে বড় হয়েছে তাকে বিয়ে দিতে হবে ভেবে ভিক্ষা ছেড়ে দেন। উপজেলার ষোলঘর একেএসকে উচ্ছ বিদ্যালয়ের সামনে অস্থায়ী ভাবে বসে ডাল পুরি বিক্রি করেন। স্কুল বন্ধ থাকলে সারাদিনে খাবার জোটে না। অনাহারে অর্ধাহারে দিন কাটে তার পরিবারের সকলের। এই সামান্য আয়ে যেখানে সংসার চালানো দুরহ সেখানে পরিবারের তিনজন পঙ্গু সদস্যের চিকিৎসার খরচ তিনি কিভাবে বহন করবেন বলেই কান্নায় ভেঙ্গে পরেন।

 

তারপরও তিনি চান তার মা ও নিজের কথা বাদ দিয়ে যদি মেয়েটার চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছলরা এগিয়ে আসতো তাহলে হয়তো মেয়েটা আবার হাটতে পারত। মেয়ের চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্য প্রার্থনা করেন। তিনি তার পঙ্গু মেয়েটির চিকিৎসার জন্য সকলের নিকট আর্থিক সাহায্য কামনা করেন। সাহায্য পাঠানোর ঠিকানা, পপি আক্তার পলি, পিতা: আয়নাল কাজী, শ্রীনগর উপজেলা পরিষদ সংলগ্ন, মোবাইল : ০১৭৪৮৫৬৬৩৫৬ (বিকাশ)।

 

ডেস্ক/ আলোকিত মুন্সীগঞ্জ

 

Be the first to comment on "শ্রীনগরে মেয়ের চিকিৎসার জন্য বাবার আকুতি"

Leave a comment

Your email address will not be published.


*