শিরোনাম

জাপানে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মরণ সভা

 

সালমান হোসাইন , টোকিও জাপান : বাংলাদেশ ছাত্রলীগ জাপান শাখা এর উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৯ আগষ্ট ২০১৮, বিকাল ৪ টা হতে রাত ৮ পর্যন্ত টোকিওস্থ হিগাশিজুজো- ফুরেকান হলে এক শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীর জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন এবং দোয়া পরিচালনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন এস এম হাসান ( সভাপতি জাপান শাখা ছাত্রলীগ ), অনুষ্ঠান পরিচালনা করেন সেলিম ঢালী ( যুগ্ম সাধারন সম্পাদক, জাপান ছাত্রলীগ) । প্রধান বক্তা ছিলেন এম. ডি আলাউদ্দিন( যুগ্ম সাধারন সম্পাদক , জাপান আওয়ামিলীগ )। আরও উপস্থিত ছিলেন মো: জয় ইসলাম-জাপান যুবলীগ, মো: আজিজ – বিশিষ্ট ব্যবসায়ি, বশির আহমেদ- সাবেক ছাত্রলীগ নেতা, এনামুল হক এনাম, রাইসুল ইসলাম রকি সহ আরো অন্যান্য জাপান ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে

স্কাইপে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানি।

 

Be the first to comment on "জাপানে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মরণ সভা"

Leave a comment

Your email address will not be published.


*