স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ পশুর হাটগুলোতে তুলনামূলক কোরবানী পশু বাড়ছে। সদরের মুক্তারপুর গরুর হাটে বিভিন্ন এলাকা থেকে গরু – ছাগল আসছে। মিরকাদিম পশুর হাটে গরুর ছাগলের সংখ্যা বাড়ছে। মিরকাদিমের ধবল গাই ঢাকাইয়াদের পছন্দের শীর্ষে। মুন্সীগঞ্জ জেলা শহরের মুক্তারপুর ও মিরকাদিম গরুর হাটে এক সুনাম রয়েছে। ক্রেতা এবং বেপারীদের বিশেষ সুবিধা থাকছে হাটে। এছাড়াও সুধারচর হাট, রামপাল হাতিমারা গুরুর হাট, বেতকা হাট সহ আশেপাশের পশুর হাটগুলোতে পশু আসতে থাকলেও ক্রেতা তেমন ছিল না।তবে আজ তা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে পশুর হাট"