জসিম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা নদীর মোহনায় বরিশাল গামী গ্রীন লাইন লঞ্চের ধাক্কায় ডুবে গেছে ইটবাহী একটি বড় আকারের ট্রলার। তবে কোষ্টগার্ডের সহযোগিতায় জীবিত উদ্ধার হয়েছে চালক ও ট্রলারে থাকা ১০ জন শ্রমিক। গজারিয়া কোষ্টগার্ডের পেডি অফিসার ইব্রাহিম খলিল জানান, গজারিয়ার ভাটের চর গামী ট্রলারটি ১০ হাজার ইট নিয়ে মেঘনার মোহনায় এলে শনিবার সকাল ১০ টার দিকে পিছনে থাকা দ্রুতগামি যাত্রীবাহি লঞ্চ গ্রীন লাইন ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ট্রলারটি ডুবে যায়। কোষ্ট গার্ড দ্রুত সময়ের মধ্যে ঘটনা স্থলে গিয়ে ট্রলারে থাকা চালক ও শ্রমিকদের সুস্থ্য অবস্থায় নদী থেকে উদ্ধার করে। তবে গ্রীন লাইন লঞ্চটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ইব্রাহিম খলিল।
Be the first to comment on "মুন্সীগঞ্জের মেঘনায় লঞ্চের ধাক্কায় ইটবাহী ট্রলার ডুবি, চালক ও শ্রমিক উদ্ধার"