তুমি দুঃখ ছুঁয়ে দেখ
তুমি দুঃখ ছুঁয়ে দেখ,
কষ্ট আকড়ে আছি কত খানি।।
কেন এতটা নিজেকে আড়াল করি
সর্বত্রেই সাবধানী হয়ে পরি
অজানা বিষ যন্ত্রণয় মরি
বুঝেও অবুঝের ভাব ধরি।।
তুমি বুক ছুঁয়ে দেখ,
বইছে ঝড় হাওয়া কত খানি।।
কেন এতটা অশান্ত মেঘে সাজি
যে কোন মুহত্বে বর্ষনের সুযোগ খুঁজি।
সহস্র মায়ার বাঁধনের ছিন্ন রাজি
মৃত্যুর সাথে ধরি জিবন বাজি।
স্বপ্নহীন, দৃষ্টিহীন, প্রান্তিক হয়ে।
তুমি মন ছুঁয়ে দেখ
যন্ত্রণায় পুড়ড়ি কত খানি।
কেন এতটা বিরক্তির আচরন
যত্র-তত্র অবহেলার বিচরণ।
হেমলক বিষাক্ত বাক্যচরণ
প্রতিনিয়ত কাম্য যার মরণ।।
তুমি চোখ ছুঁয়ে দেখ
বইছে খরতা নদী কত খানি।
কেন এতটা নির্দয়তা নিয়ে থাকি
অদৃশ্য কারণে দূরে দূরে রাখি।
কি করে প্রণয় আগুনের সান্নিধ্যে ডাকি
বিভ্রম দুঃস্বপ্নের ভয়ংকর ছবি আঁকি।।.
Be the first to comment on "কবি মো: সাইফুল ইসলামের কবিতা"