আমার ঠিকানা
জেবুন নাহার বেগম
আমার ঠিকানা লাল সবুজের বুকে
এই সুজলা,সুফলা অরন্য
আমাকে ঘিরে সকল দু:খ সুখে।
এই পদ্মা,এই ধলেশ্বরী
আসার সোনালী দিনের আলো
এই মাটি আমার মা
এই মাকে বাসি ভালো।
বায়ান্ন অত:পর একাত্তর
এই দেশের সোনার ছেলে
মুক্তি সেনার দল
সাহস যুগিয়ে প্রেরণা দিয়েছে
মনে দিয়েছে বল।
এই বাংলা আমার ঠিকানা
বাংলা প্রদীপ আলো
কল্যান
জেবুন নাহার বেগম
ভাল কাজে শান্তি মেলে
ভালো কাজেই তৃপ্তি
মহৎ মানুষেরা গড়ে গেছে
সঠিক পথে ভক্তি।
অন্যায় থেকে দূরে থেকো
গেয়ে জীবনের গান
ক্ষণে ক্ষণে কর তুমি
মানবের কল্যাণ।
প্রভূর প্রতি দৃঢ় বিশ্বাস
রাখতে হবে সদা
দুই দিনের এই দুনিয়াটা
মায়ার সুতোয় বাঁধা।
Be the first to comment on "কবি জেবুন নাহার বেগমের দুটি কবিতা"