শিরোনাম

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন।। মাকসুদ আলম ডাবলু

 

স্টাফ রিপোর্টার : : বঙ্গবন্ধু বাঙালী জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। তিনি চেয়েছিলেন বাঙালী জাতি নিজস্ব জাতিসত্তা অর্জন করুন।।তাই তো তিনি ডাক দিয়েছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম…।  আসুন বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে সুস্থ রাজনীতি চর্চা করি।

। শুক্রবার বিকালে শ্রীনগর বাজারে ঝুমুর সিনেমা মাঠে যুবলীগ আয়োজিত  বঙ্গবন্ধু স্মরণে  দোয়া ও মাহফিলে আলোচনা সভায় একথাগুলো বলেন  কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির বন পরিবেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সদস্য মাকসুদ আলম ডাবলু।

 

এ সময় অালোচনায় বক্তব্যে তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে জনেনত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগ কাজ করতে হবে। আগামীতে নৌকার ভোট দিতে হবে। এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবন আদর্শের তথ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান।

 

আলোচনা সভায় শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের কোষাধ্যক্ষ মশিউর রহমান প্রমূখ।ন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান প্রমূখ।

 

1 Comment on "বঙ্গবন্ধু বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন।। মাকসুদ আলম ডাবলু"

  1. Mohammad Anowarul Huq | August 17, 2018 at 8:24 pm | Reply

    মাকসুদ আলম ডাবলু যথার্থই বলেছেন;বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারন করতে হবে । এটা এখন সময়ের দাবি । কারন পরিচ্ছন্ন,দুর্নীতিমুক্ত,নৈতিক ও মানবিক রাজনৈতিক নেতার এখন বড় অভাব । ডাবলু এ প্রজম্মের তেমনি একজন বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরি । সৎ ও সাদামনের রাজনীতিবিদ । আমি তার সাফল্য কামনা করি ।

Leave a comment

Your email address will not be published.


*