স্টাফ রিপোর্টার : রামপালে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বুধবার রাতে সিপাহীপাড়া কাজী প্লাজা প্রাঙ্গণে ছাত্রলীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাল ইউপি চেয়ারম্যান হাজী মো: বাচ্চু শেখ। এতে সভাপতিত্বে সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: শাকিল মাদবরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আওয়ামীলীগ নেতা মো: ফিরোজ দালাল, সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আমির হোসেন, মুন্সীগঞ্জ জেলা আর্কাইভ একাত্তরের সভাপতি মো: কাজী লিপু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নেতা মো: মনিরুজ্জামান শরীফ, রামপাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো: মনির হোসেন, সিপাহীপাড়া ব্যবসায়ী নেতা ডা. সোহেল ভূইঁয়া, ছাত্রলীগ নেতা শিপন ঢালী, সালমান শেখ, জিদান,জহির রতন, সিজান, ইমন মীর, আহমেদ হৃদয়,ওমর ফারুক প্রমূখ। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর জীবন আদর্শের অনেক তথ্য তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরে।
Be the first to comment on "রামপালে জাতীয় শোক দিবসের আলোচনা সভা"