শিরোনাম

মুন্সীগঞ্জে নাট্যাঙ্গনের প্রিয় মুখ শেখ সুমন

 

বিনোদন রিপোর্টার : মুন্সীগঞ্জে নাট্য পাড়ায় পরিচিত প্রিয় মুখ শেখ সুমন। তার প্রতিভায় তিনি নিজেকে ইতিমধ্যে জানান দিয়েছেন। মোঃ সুমন শেখ এর বাবা মোঃমিলন শেখ মা ভানু বেগম।চার ভাই,দুই বোন তার।  সে ভাইদের মধ্যে মেজো। তার জন্ম- ০১/০১/.১৯৭৯. সুজানগর রামপাল। তিনি বিএসসি পাস করেন।

তার প্রথম নাটকের দল প্রভাতি  খেলাঘর (১৯৯৫)সেপ্টেম্বর) তারপর কিছুদিন মুন্সীগঞ্জ থিয়েটারে কাজ করেন। তিনি  মুন্সীগঞ্জ থিয়েটার সার্কেলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য (১৯৯৯,এপ্রিল)।প্রাঙ্গণে মোর,ঢাকা (মার্চ,২০০৪)

হিরণ কিরণ থিয়েটার , ২০১৫ থেকে,  সহ সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।

পথ নাটক, মঞ্চ নাটক, টেলিভিশন, রেডিও, সিনেমা ইত্যাদিতে কাজ করেন। সিনেমা রং ঢং,  মুক্তির মিছিলে ডকুমেন্টারিতে অভিনয় করেন। তিনি কণ্ঠ প্রদান করেন বিজ্ঞাপন, কার্টুন ( মেকু কাহিনী- রচনা জাফর ইকবাল) তার নির্দেশনা- রং ভঙ্গ,প্রকৃতির প্রতিশোধ,  ছিন্ন মুকুল  সাজনা তলার মেলা প্রমূখ।

 

সম্মাননা-  নির্দেশক সম্মাননা, মঞ্চ নাটকে বিশেষ সম্মাননা থিয়েটার সার্কেল ও হিরণ কিরণ থিয়েটার কর্তৃক অর্জন করেন।

তার অভিনীতরউল্লেখযোগ্য নাটক- পদ্মাপাড়ের কথকতা,,   জমিদার দর্পন, সিডর, সাজনা তলার মেলা, এখানে  নোঙর, শ্যামা প্রেম, স্বদেশী, লোক নায়ক, ভালো বাসার সুর, ঢাকা ক্রাইম ফাইল, স্বপ্নের পাঠাশালা ইত্যাদি। পথ ও মঞ্চ নাটক সহ অভিনীত সংখা ৪৫ টি। তার উপস্থাপনায় বেশ খ্যাতি রয়েছে।

তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন- আকরাম খাঁন স্বপন,মাহফুজুর রহমান লিপু, আব্দুল্লাহ আল মামুন,  এ্যডভোকেট শাহিন মো.আমানুল্লাহ,  শিশির রহমান,, বিন্দু সরকার,  জাহাঙ্গীর আলম ঢালী, জয়া দাস শিখা, সাব্বির হোসাইন জাকির,  শামসুদ্দিন খাঁন হিরু, মেহেদি হাসান বাবু, পিয়ার মোহাম্মদ,,  আল হোসাইন পিয়ারু, অনন্ত হীরা  নূনা আফরোজ এবং তার পরিবার ও নাট্য বন্ধুদের প্রতি।

এক স্বাক্ষাতকারে শেখ সুমন বলেন, স্বপ্ন দেখি- সংস্কৃত চর্চা প্রকৃত অর্থেই যেন সুস্থ চর্চা হয়। মুখে যা বলি অন্তরে যেন তাই লালন করি। মঞ্চ হবে জীবিকা নির্বাহের উত্তম পথ। আজ যারা গুণী শিল্পী,  যাদের পারফর্মেন্স দেখার জন্য সমাজের সব সেক্টর মুখিয়ে থাকে, তারা যেন ভবিষ্যতের দুঃস্থ শিল্পীরর খেতাব না পায়।সরকারী ভাবে গ্রেড অনু্যায়ী শিল্পীদের সন্মানী নয়, বেতনের ব্যবস্থা করা হয়। সৃজনশীল কর্মকান্ডে জড়িত থেকে আর্থিকভাবে লাভবান হয়ে হতাশা মুক্ত জীবন কাটাতে পারে আমার সেই স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে চাই।

না হলে, মাদক মুক্ত,জংগীমুক্ত  সমাজ গঠনে শিল্পচর্চার যে আহবান আমরা করি সেই শিল্প চর্চার লোকেরাই সমাজ বিরোধী কাজে লিপ্ত হবে। নিজের খেয়ে না খেয়ে বোনের মোষ তাড়ানো লোকগুলো সুন্দরের আহবান জানিয়ে তারাই অসুন্দরের গহব্বরে নিমজ্জিত হবে।

ব্যক্তি জীবন- স্ত্রী ও দুই পুত্র সন্তান তাসিন, তাসবিকে নিয়ে পরিবারের সাথে সুখী জীবন যাপন করছেন।

Be the first to comment on "মুন্সীগঞ্জে নাট্যাঙ্গনের প্রিয় মুখ শেখ সুমন"

Leave a comment

Your email address will not be published.


*