স্টাফ রিপোর্টার : মিরকাদিম রামগোপালপুর নিবাসী মো: সন্টির এপাচি গাড়ি নং ঢাকা মেট্রো ল ২১৮৭৪৫. বাইক চুরি হয়েছে।
গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় তার রিজ বসত বাড়ি রামগোপালপুর যমুনা ব্যাংকের নিচ থেকে গাড়ির লক ভেঙ্গে নিয়ে যায় দুই চোর। স্থানীয় সিসি ক্যামেরা চোরদের দৃশ্য দেখা গেলেও তাদের চিহ্নিত করা যায়নি। এই বিষয়ে মুন্সীগঞ্জ সদদর থানায় একটি জিডি করা হয়েছে। সম্প্রতি সময়ে মিরকাদিমে বাইক চুরির ঘটনা বাড়ছে।গত কয়েক সপ্তাহে মিরকাদিম হতে ৩ টি বাইক চুরি হয়েছে বলে জানা যায়।
Be the first to comment on "মিরকাদিমে বাইক চুরি"