স্টাফ রিপোর্টার : মিরকাদিম পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা মো: হোসেন মেম্বার(৭৭) আর নেই। শুক্রবার বিকাল ৫ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ……. রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিক ও উচ্চ রক্তচাপ রোগে শয্যাশায়ী ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ৬ পুত্র , ৮ কণ্যা সন্তান সহ বহু গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে মিরকাদিম পৌর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবারররাত ১১ টায় রামগোপালপুর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন বরা হয়। এর আগে সরকারে পক্ষ থেকে তাকে মুক্তিযুদ্ধা রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. সোহানা তাহমিনা, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহম্মেদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ, মিরকাদিম পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সহসভাপতি সালাউদ্দিন মুন্সি, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক আঃ বাছিত লাভলু প্রমূখ।
Be the first to comment on "মিরকাদিম পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: হোসেন মেম্বার আর নেই"