স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ট্রাফিক সপ্তাহে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশের আয়োজনে এ র্যালি বের হয়। র্যালিটি শহরের উপকন্ঠ মুক্তারপুর পেট্রোলপাম্প থেকে বের হয়ে মুক্তারপুর বাসস্ট্যান্ড এসে শেষ হয়। এছাড়া ট্রফিক সপ্তাহে বিভিন্ন গাড়ির ফিটনেস ও লাইসেন্স চেক করা হয়। যেসব গাড়ির ফিটনেস ও লাইসেন্স সঠিক পাওয়া গেছে, সেসব গাড়ির চালকদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। বর্ণাঢ্য এই র্যালিতে ট্রাফিক আইন এবং শৃঙ্খলা বিষয়ে রংবেরংয়ের ফেস্টুন এবং প্লাকার্ড শোভা পায়।
পুলিশ সপ্তাহের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শায়লা ফারজানা। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। আলোচনা করেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী তৌহিদুজ্জামান। এতে আরও অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া জাহান, মিরকাদিম পৌর মেয়র মোঃ শহীদুল ইসলাম শাহিন, জেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, সদস্য সচিব মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ সদর উপজেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক এম এ কাদের মোল্লা, মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা নাজমা, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল কবির মাস্টার, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, জেলা শ্রমিকলীগের সভাপতি এটিএম দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বৃক্ষপ্রেমিক মোঃ আমির হোসেন মুন্সী, ডিআইও-১ নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আলমগীর হোসাইন, মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই শেখ মোহাম্মদ শাহাদাৎ আলী, টিআই কামরুল বেগ, কাউন্সিলর কাউন্সিলর নার্গিস ও জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা প্রমুখ।
-সভ্যতার আলো
Be the first to comment on "মুন্সীগঞ্জে ট্রাফিক সপ্তাহে বর্ণাঢ্য র্যালি"