জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ১৫ই আগষ্ট শোক দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে মিরকাদিম পৌরসভার ৩নং ওয়ার্ড(নুরপুর) আওয়ামী লীগের প্রস্ততিসভা চেতনায় একাত্তর কার্যালয়,নুরপুর বাজার অনুষ্ঠিত হয়।
৩নংওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক আঃ বাছিত লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহন করেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহম্মেদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ, সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য হাজি সফিউদ্দিন আহম্মেদ, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি সালাউদ্দিন মুন্সি, সাবেক সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য শাহ আলম মৃধা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সৌরব আহাম্মেদ জনি, জেলা ছাত্রলীগ সহ সম্পাদক সাইফুল ইসলাম মুন, পৌর ছাত্রলীগ নেতা আকিব হাসান সিফাত, সাওন আহম্মেদ জুম্মান, মেহেদী হাসান প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আলোচকবৃন্দ যথাযথ মর্যাদায় পূর্বের ন্যায় গনভোজ, মিলাদ মাহফিল ও শোকসভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করেন।
জনাব আঃ বাছিত লাভলুকে আহবায়ক ও আকিব হাসান সিফাতকে সদস্য সচিব মনোনিত করে ২১ সদস্য বিশিষ্ট আয়োজক কমিটি গঠন করা হয়।
জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামাল আহম্মেদ বলেন বর্তমানে বিএনপি,জামাত আন্দোলনে ব্যর্থ হয়ে প্রথমে কোঠা বাতিল আন্দোলন পরবর্তীতে নিরাপদ সড়ক চাই আন্দোলনকে পরিকল্পিতভাবে ব্যবহার করে ফেইসবুক সহ বিভিন্ন মিডিয়ায় যে মিথ্যাচার করছে, আমাদেরকেও ফেইসবুক এর মাধ্যমে এর যথাযথ জবাব দিতে হবে।
আগামী জাতীয় নির্বাচনকে মাথায় রেখে জাতীয় শোক দিবস কর্মসূচি একতাবদ্ধভাবে আয়োজন করতে হবে,যে সমস্ত নেতৃবৃন্দ আসবে তাদেরকে যথাযথ সম্মান দিতে হবে।
Be the first to comment on "নুরপুরে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্ররস্তুতি সভা"