বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা পথে নেমে এসেছে। আজ বুধবার ১ আগস্ট রাজধানীর অনেকগুলো স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
এমনকী অভিভাবকদের মোবাইলে মেসেজে জানিয়ে দেওয়া হয় আন্দোলনে যেন শিক্ষার্থী অংশ না নেয়, অন্যথায় টিসি দেওয়া হবে।
কিন্তু যখন সবাই পথে নেমে আসছে তখন কীভাবে ঘরে বসে থাকবে সহপাঠীরা? অভিভাবকদের হাজার বাঁধার মধ্যেও বুধবার পথে নামে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখে। এসময় অনেক যাত্রীই ভোগান্তির শিকার হয়। অনেকেই সাময়িক ভোগান্তি মেনেও নেয়।
এতো আন্দোলন আর উত্তাল বিচারের দাবির মাঝে কিছু কিছু দৃশ্য আমাদের ভেতরে খুব গভীরভাবে নাড়া দেয়। এই যেমন যে পুলিশ বাহিনী বাচ্চাদের দিকে লাঠি নিয়ে তেড়ে সেই বাহিবীর আবার একটা অংশ মানবতার বড় পরিচয় প্রদান করে। রাজধানীতে আন্দোলনের মধ্যে স্লোগান দিয়ে চিৎকার করে যখন কণ্ঠ যখন শুকিয়ে আসে তখনই একজন পুলিশ কর্মকর্তা বাচ্চাদের গলায় পরম মমতায় পানি ঢেলে দেয়। সেই পানিতে গলা ভেজায় শিশুরা।
এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। স্কুল কলেজের শিক্ষার্থীদের এরকম অনেক ছবিই আশা জাগানিয়া। রাজধানীর অনেক স্থানেই শিক্ষার্থীদের অনেকগুলো ইতিবাচক কর্মকাণ্ড চোখে পড়ে।
গতকাল রাজধানীর সায়েন্স ল্যাব ও ধানমন্ডি এক নম্বর রোডে রিকশাকে সারবদ্ধ চলাচল করতে বাধ্য করে। পরে দেখা যায় শৃঙ্খল হয়ে রিকশা চলাচল করছে। ঢাকার বুকে এমন দৃশ্য বিরল। কোথাও কোথাও উল্টোপথের গাড়িকে আটকে দিয়ে ফেরত পাঠানো হয়। সোজা ও সঠিক পথে চলতে বাধ্য করা হয়। লাইসেন্স বিহীন গাড়ি চলতে বাধা দেওয়া হয়।
কালেরকন্ঠ
Be the first to comment on "স্লোগান দিয়ে কণ্ঠ শুকিয়ে গেছে, পানি দিলেন পুলিশ"