শিরোনাম

আলদী বাজার রাস্তার বেহাল দশা।। হতাশ এলাকাবাসী

 

স্টাফ রিপোর্টার: টঙ্গীবাড়ি উপজেলার আলদী বাজার প্রধান চিত্র এটি। মূল সড়কে বৃষ্টির পানি জমে রাস্তা ক্ষত হয়ে বাড়ছে জনদুর্ভোগ।  খনাখন্দ সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। দীর্ঘদিন যাবৎ আলদী বাজারের চিত্রটি নিয়ে স্থানীয়রা হতাশ। রোগি নিয়ে চলাচলের ব্যাপক সমস্যা হচ্ছে পথচারীদের।

 

স্থানীয়  মো: দিপু বলেন বলেন, আলদী বাজার মুল এই সড়কটিতে বৃষ্টির পানি জমে পুকুরে পরিণত হয়। পথচারীরা প্রতিদিন গর্তে গাড়ি নিয়ে পরে আহত হচ্ছে। রাস্তাটি আংশিক মেরাত করা হলেও দুর্ঘটনা ও নাগরিক দুর্ভোগ কমে যাবে।

 

Be the first to comment on "আলদী বাজার রাস্তার বেহাল দশা।। হতাশ এলাকাবাসী"

Leave a comment

Your email address will not be published.


*