স্টাফ রিপোর্টার : ইছামতি সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের উদ্যোগে বুধবার সকাল ১০ টায় হাঁসাড়া কালীকিশোর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণি শিক্ষার্থীরা ‘মেঘনা’ নামে দেয়ালিকা প্রকাশ করেছে। এতে ইছামতি সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের সংগঠক রমজান মাহমুদের সঞ্চালনায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আব্দুল বারেক প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিফট ইনচার্জ মাওলানা রুহুল আমিন, সিনিয়র শিক্ষক ভবেশ চন্দ্র সাহা, নুর মোহাম্মদ তালুকদার, দিপালী শিকদার ও বিশ্বসাহিত্য কেন্দ্র মুন্সীগঞ্জ জেলার ইনচার্জ ত্রিদীপ অধিকারী। অনুষ্ঠানে কবিতা, গদ্য ও চিত্রাংকনে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
Be the first to comment on "শ্রীনগরে দেয়ালিকা প্রকাশ"