মোজাম্মেল হোসেন সজল : টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির নতুন কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে মামলা করেছেন বাদ পড়া কমিটির সভাপতি খান মনিরুল মনি পল্টন।
এছাড়াও, নতুন কমিটির সভাপতি আমির হোসেন দোলন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন মোল্লাকেও এই মামলায় বিবাদী করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে টঙ্গিবাড়ী সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গৌতম চন্দ্র দাস। আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিএনপি মহাসচিবকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন টঙ্গিবাড়ী আদালতের সিনিয়র সহকারি জজ মো. একরামুল কবির।
বাদি খান মনিরুল পল্টন জানান, অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র বহির্ভূতভাবে পার্টির মহাসচিব চলমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি দিতে পারেন না। পুরনো কমিটি বলবৎ এবং নতুন কমিটির কার্যক্রম স্থগিত রাখার জন্য এই মামলা করেন বলে তিনি জানান।
মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গৌতম চন্দ্র জানান, আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিএনপি মহাসচিবসহ তিন নেতাকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন টঙ্গিবাড়ী আদালতের সিনিয়র সহকারি জজ মো. একরামুল কবির।
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর প্রসঙ্গ টেনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন বলেন, বিএনপিতে মুন্সীগঞ্জ থেকে বি. চৌধুরীর মতো বড় কোন নেতা হয়নি, আর হবেও না। বিএনপি থেকে ছিটকে পড়লে বি. চৌধুরীর মতো অনেকের যে করুণ পরিণতি হবে সে দিকে ফলো করার পরামর্শ দেন তিনি। বড় কোন সমস্যার সৃষ্টি হলে সিদ্ধান্তটা বড় জায়গা থেকেই আসে। টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনতন্ত্র মতেই হয়েছে। টঙ্গিবাড়ী উপজেলা কমিটির মেয়াদও শেষ হয়েছে ৮ মাস আগে।
গত ১৮ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ নিয়ে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আড়িয়ল-বালিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন দোলনকে সভাপতি এবং ধীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিটি কলেজের সাবেক এজিএস আখতার হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
Be the first to comment on "ফখরুলের বিরুদ্ধে মামলা, কারণ দর্শানোর আদেশ"