স্টাফ রিপোর্টার : পঞ্চসার বিনোদপুর নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুরপুর বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক মো: ইকবাল বাহার (৬২) এর জানাজা নামাজ অনুষ্ঠিত ও দাফন সম্পন্ন হয়েছে। গত সোমবার রাত ১০ টায় তিনি হৃদ রোগে আক্রান্ত হলে রাজধানী ঢাকায় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিনোদপুরে তার জানাজা নামা অনুষ্ঠিত হয়। পরে তাকে রিকাবী বাজার নুরপুর পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়। এ সময় শোক সন্তুপ্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মো: ফয়সাল বিপ্লব। তার জানাজা নামাজে অংশ নেয় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: কামাল আহমেদ, সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: শামসুল কবির মাষ্টার, পঞ্চসার ইউপি চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান মো: সফিউদ্দিন আহমেদ, সাবেক ইউপি মেম্বার মো: আশাবুদ্দিন মিয়া,জেলা আওয়ামীলীগ নেতা মো: সালাউদ্দিন আহমেদ, জেলা যুবলীগ নেতা মো: জালালউদ্দিন রুমি রাজন, জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সাবেক সাধারন সম্পাদক গোলজার পারভেজ, সদর থানা ছাত্রলীগের সভাপতি মোঃ সুরুজ মিয়া, সমাজ সেবক গোলাম রহমান, মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয়, শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: সাজ্জাদ হোসেন সাগর,জেলা ছাত্রলীগ নেতা রায়হান রাফি, বজ্রযোগিনী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাাম রনি, মুন্সীগঞ্জ পলিটেকনিক ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মাহমুদুল হাসান তারিফ সাধারন সম্পাদক মো: আশিক মোল্লা ও মো: শিপু প্রমূখ। মো: ইকবাল বাহার পঞ্চসার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইকরাম হোসেন তুর্যের পিতা। তিনি স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
Be the first to comment on "পঞ্চসারে মো: ইকবাল বাহারের জানাজা অনুষ্ঠিত।। দাফন সম্পন্ন"