স্টাফ রিপোর্টার: প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন, অস্ট্রেলিয়ায় ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ এবং ভারতের কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি লাভসহ নানা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সংবর্ধনা অনুষ্ঠানে যোগ ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে মুন্সীগঞ্জ থেকে ছুটে যান আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মিসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ। এ সময় শনিবার (২১ জুলাই) বিকেল ৩ টায় অনুষ্ঠিত গণতন্ত্রের মানসকন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশাল গণ সংবর্ধনায় উপস্থিত হন জেলার ৬ উপজেলার নেতৃবৃন্দ।
এতে জেলা আওয়ামীলীগের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোঃ মহিউদ্দিন, ও মুন্সীগঞ্জ -২ সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি,মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস, সদর উপজেলা চেয়ারম্যান মো: আনিছুজ্জামান ও জেলা আওয়ামীলীগ সাধা্রন সম্পাদক শেখ লুৎফর রহমান প্রমূখ উপস্থিত হন।
নেতাকর্মিদের নিয়ে উপস্থিত হন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মো: ফয়সাল বিপ্লব।
অন্যদিকে অনুষ্ঠানে দুই হাজার নেতাকর্মি নিয়ে যোগ দেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন। রামপালের ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ অনেক লোকজন নিয়ে সেখানে জমায়েত হন। এছাড়াও জেলা,উপজেলা, ও ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মি উপস্থিত হন।
Be the first to comment on "প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা।। ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মুন্সীগঞ্জের নেতৃবৃন্দ"