জাপান প্রতিনিধি :
জাপানে থেকেও পিছিয়ে নেই বাঙালী প্রবাসী লেখকরা। সমাজ পরিবর্তনে লিখে যাচ্ছে নিয়মিত। এদিকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম জাপান আয়োজিত “টোকিও বইমেলা-২০১৮।এতে জাপান প্রবাসী সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। প্রবাসী লেখক মুন্সীগঞ্জের কৃতি সন্তান জুয়েল আহ্সান কামরুল বলেন, সপরিবারে বইমেলায় আসুন। বই পড়ুন, আলোকিত বিশ্ব গড়ুন। বই পারে জীবনকে বদলে দিতে। জ্ঞানার্জনের জন্য বইয়ের কোন বিকল্প নেই।
টোকিও বইমেলা ;
স্থান: গ্রীন হল, (ওইয়ামা স্টেশন, তবুতোজু লাইন), (ইতাবাশি কুয়াকুশোমায়ে স্টেশন, তোয়ে মিতা লাইন)
তারিখ: ২ সেপ্টেম্বর ২০১৮, রোববার (সকাল থেকে রাত্রি)
—————-
(ছবিতে সম্মানিত একাধিক ছবি রয়েছে। জাপান প্রবাসী যে সকল লেখক “টোকিও বইমেলা”য় তাঁদের বই থাকছে বলে নিশ্চিত করেছেন।
এই তালিকা ক্রমশ বৃদ্ধি পাবে, অর্থাৎ জাপানপ্রবাসী সম্মানিত লেখকরা নিশ্চিত করলেই)
————
Be the first to comment on "টোকিওতে প্রবাসী লেখকদের বইমেলা সেপ্টেম্বরে"