শিরোনাম

মুন্সীগঞ্জে ৯৫০ রাউন্ড রাইফেলের গুলি ও ম্যাগাজিন উদ্ধার

মুন্সীগঞ্জের সদর উপজেলার মধ্য কোটগাঁও এলাকার আবুল কালাম খানের বাড়ির সামনে থেকে ৯৫০ রাউন্ড রাইফেলের গুলি ও ৪টা ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোর্টগাঁও এলাকার আবুল কালম খানের বাড়ির সামনে একটি নির্মানাধীন ড্রেনের কাজে নিয়োজিত শ্রমিকরা কাজ করতে গিয়ে এসব দেখে পুলিশে খবর দেয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, একটি বস্তার ভিতরে ম্যাগাজিন ও গুলি দেখে শ্রমিকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে এসব উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এসব ব্যবহৃত হয়েছিল। বিস্তারিত পরে বলা যাবে।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে ৯৫০ রাউন্ড রাইফেলের গুলি ও ম্যাগাজিন উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*