শিরোনাম

মুন্সীগঞ্জে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো তাবলীগ জামাতের কার্যক্রম শুরু

এম.জেড রহমান : মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকায় ৫১ শতাংশ জমির উপর নির্মিতব্য প্রতিষ্ঠানে শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে তাবলীগ জামাতের নিজস্ব মার্কাজের কার্যক্রম শুরু হয়েছে। এতে শুক্রবার জুম্মা আদায়ের লক্ষ্যে একদিন আগে থেকেই তাবলিগ সাথীরা এসে জমায়েত হতে থাকে। জুম্মা নামাজে সহস্রাধিক মুসল্লী অংশ গ্রহণ করেন।
আসর নামাজের পর থেকে ঈমান, আখলাক, রিসালাত, আখিরাত ও দাওয়াতসহ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কোরান হাদিসের ভিত্তিতে ওলামাকেরামগণ আলোচনা করেন। আসর নামাজের পর একটানা রাত পৌনে ৯টা পর্যন্ত চলেে এই আলোচনা ।

তাবলীগ জামাতের নতুন মার্কাজের প্রথম কার্যক্রমে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা ওয়াসিফুল, মাওলানা মিজানুর রহমান, জেলা ইজতেমা আমির মাওলানা ফয়জুল হক, মাওলানা ডা.সিরাজুল ইসলাম, মো: মাসুম, সাংবাদিক মাসুদুর রহমান, আলহাজ্ব আনোয়ার হোসেন ও জিয়াউর রহমানসহ ওলামাকেরামগণ ও দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রান মুসুল্লীগন।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো তাবলীগ জামাতের কার্যক্রম শুরু"

Leave a comment

Your email address will not be published.


*