শিরোনাম

কথা রাখলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার

মঈনউদ্দিন সুমন :
আজ থেকে নয়দিন আগের কথা। ৩ জুলাই মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে সরকারি শিশু পরিবারের মাঠে আয়োজন করা হয় এনটিভির বর্ষপূর্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। সেদিন তিনি এতিম শিশুদের শিক্ষা উপকরণ ও খেলার সামগ্রী দেওয়ার কথা দিয়েছিলেন।
বুধবার বিকেলে সেই কথা অনুযায়ী এতিম শিশুদের স্কুলব্যাগ, ক্রিকেট খেলার সামগ্রী ও ভলিবল দিয়েছেন পুলিশ সুপার।

বিকেলে শ্রীনগর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে শিশু পরিবারের ৩৭ জন এতিম শিশুকে এসব সামগ্রী দেওয়া হয়।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ‘আমি প্রথমবারের মতো এনটিভির বর্ষপূর্তি অনুষ্ঠানে ভাগ্যকুল সরকারি শিশু পরিবারে যাই। ছোট ছোট এতিম শিশুরা সরকারি শিশু পরিবারের সদস্য। সেদিন আমি বলে এসেছিলাম, শিশুদের শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী দেব। আজ ওদের হাতে তা তুলে দিতে পেরে আমার খুব ভালো লাগছে।’
শিশু পরিবারের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছাবিত স্কুলব্যাগ পেয়ে খুব আনন্দিত। সে জানায়, ‘পুলিশ আংকেল আমাদের স্কুলব্যাগ, ক্রিকেট ব্যাট-বল আর ভলিবল দিয়েছেন। নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার মজাই আলাদা। আবার এখন আমরা সবাই মিলে ক্রিকেট ও ভলিবল খেলতে পারব।’
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

ntvonline

 

Be the first to comment on "কথা রাখলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার"

Leave a comment

Your email address will not be published.


*