স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে শিল্পকলা একাডেমির সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় তালতরঙ্গ সংগঠনের আয়োজনে সঙ্গীত আসর হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অভিজিৎ দাস ববি, মো: আক্তারুজ্জামান আবুল, জাহাঙ্গীর আলম ঢালী, শেখ শরীফ মাহমুদ ও সাব্বির হোসাইন জাকির প্রমূখ।
এ সময় আসরে সঙ্গীত পরিবেশন করেন মো: আওলাদ হোসেন, চিন্ময় ঘোষ,শাহরিয়ার হাবিব পিনন,
মিশকাত জাহান মীম ও সাফায়েত হাবিব আলভী প্রমূখ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে তাল তরঙ্গের সঙ্গীত আসর"