স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইউপি মেম্বারসহ ১০ ব্যক্তি আহত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় আওয়ামীলীগ সমর্থক ইউপি মেম্বার বাবুল ঢালী ও বিএনপি সমর্থক রুস্তম ঢালীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত অবস্থায় ইউপি মেম্বার বাবুল ঢালী (৪২), তার স্ত্রী সাবিনা আক্তার (৩২), মো. দেলোয়ার (৩৪), আমেনা আক্তার (৪২), সায়েব ঢালী (৪৫), সায়েব ঢালীর ছেলে (১৮), সাইফুল (১৮), রুপচান ঢালীসহ (৫০) অন্যান্যদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, সম্প্রতি ঢালীকান্দি গ্রামে মোবাইল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা বিএনপি সমর্থক রুস্তম ঢালী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
বেশ কয়েকদিন ধরেই দায়েরকৃত ওই মামলা তুলে নিতে হুমকি-ধামকি দিয়ে আসছিল বিএনপি সমর্থকরা। মামলা তুলে না নেওয়ার জের ধরে বৃহস্পতিবার বিএনপি সমর্থক রুস্তম ঢালীর লোকজন আওয়ামী লীগ সমর্থকদের উপর চড়াও হলে সংঘর্ষের সূত্রপাত হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
—- সভ্যতার আলো
Be the first to comment on "মুন্সীগঞ্জে সংঘর্ষে আহত ১০"