আওয়ামী লীগের বর্ধিত সভা আগামী ২৩ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গেলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিশেষ সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সব নেতা, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, সারাদেশের জেলা-উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সব এমপি ও দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তাই ওইদিন রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হবে। বিশেষ সভা আহ্বানের এটিও আরেকটি উপলক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে গণসংবর্ধনা দেয়ার কথা ছিলো তার তারিখ পিছিয়েছে। ওই দিনের পরিবর্তে আগামী ২৩ জুলাই বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনার তারিখ নির্ধারণ করা হয়েছে।
ডেস্ক/ আ মু
Be the first to comment on "আওয়ামী লীগের বর্ধিত সভা ২৩ জুন"