স্টাফ রিপোর্টার : রামপালে পূর্ব দেওসার মানব কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা পূর্ব দেওসার জামে মসজিদ প্রাঙ্গণে এ সময় উপস্থিত ছিলেন মো: আফসারউদ্দিন হাওলাদার, মো: রশিদ ঢালী, মো: চান মিয়া ঢালী, মো: আইয়ূব আলী সিকদার, মো: আলাল ঢালী, মো: রহমত উল্লাহ দেওয়ান, মো: মোশারফ হাওলাদার, মো: শহিদুল্লাহ মানিক, মো: জামান হাওলাদার,মো: সিরাজ ঢালী, মো: আতাউর ঢালী, মো: মইনুদ্দিন ঢালী, মো: আল আমিন ঢালী ও মো: আরিফ ঢালী সহ পূর্ব দেওসার গ্রামের সর্বস্তর মুসিল্লিগন। এ সময় সংগঠনটি হতে ৭৫ পরিবারকে ঈদ সামগ্রি প্রদান করা হয়।
Be the first to comment on "রামপালে ঈদ সামগ্রি বিতরণ"