স্টাফ রিপোর্টার :
মুন্সীগঞ্জের সিরাজদিখান কাকালদী এলাকায় সোমবার সন্ধ্যায় ইফতার মুহুর্তে ব্লগার ও মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চু (৬০) কে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি রাজধানীর বিশাকা প্রকাশনীর সত্ত্বাধিকারী। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ( সিরাজদিখান সার্কেল) মো: আসাদুজ্জামান জানিয়েছেন মুক্তমনা লেখক ও বিশাকা প্রকাশনীর সত্ত্বাধিকারী শাহজাহান বাচ্চুকে ইফতারের আগ মুহুর্তে ২ টি মোটর সাইকেল যোগে ৪ দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হচ্ছে। তার গ্রামের বাড়ি মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামে। তিনি মুন্সীগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির সাবেক সাধারন সম্পাদক ছিলেন।
Be the first to comment on "সিরাজদিখানে মুক্তমনা লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা"